পবিত্র রমজান মাস
পবিত্র রমজান মাস
রোজার আরেকটি নাম হচ্ছে সওম। রমজানের রোজা আল্লাহ প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ করেছেন । এ সম্পর্কে আল্লাহ ক্বুর'আনে বলেছেন- “হে মুমিনগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে । যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর । যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারী অর্জন করতে পারো ।” (সূরা বাক্বারা, আয়াত: ১৮৩)।