কোরআন অধ্যয়নের ফাযীলাত
কোরআন অধ্যয়নের ফাযীলাত
0 Vote
118 View
পবিত্র কোরআন এক অতুলনীয় গ্রন্থ যা মানব জাতিকে ইহকাল ও পরকালের কল্যাণ ও সৌভাগ্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। এই মহাগ্রন্থ প্রজ্জলিত এক মশালের মত যা কখনো নিভে যাবে না। দীপ্তমান বাতির মত যার আলো চিরন্তন, অথৈ সমুদ্রের মত জ্ঞান ভান্ডার যা সত্য ও মিথ্যার মধ্যে বিভেদ রেখা নির্ণয় করে। এই গ্রন্থ সত্য সন্ধানীদের সঠিক পথ দেখায় এবং চিত্তে প্রশান্তি আনে। হাদীস শরীফে বলা হয়েছে, পানির স্পর্শ পেয়ে লোহায় যেমন জং ধরে তেমনী পাপাচার মানুষের অন্তরে মরিচা সৃষ্টি করে। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে রাসুলাল্লাহ অন্তরের মরিচা দূর করার উপায় কি? নবীজি উত্তরে বললেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ। কাজেই এর যথাযোগ্য ব্যবহার করতে না পারাটা বড়ই হতভাগ্যের ব্যাপার। তাই নিজে কোরআন অধ্যয়ন করুন, নিজের মা বাবা ভাই বোন এবং স্ত্রী সন্তানকে কোরআন অধ্যয়ন করতে উদ্বুদ্ধ করুন।