কারবালায় হজরত কাসিম (আ.)’এর বিবাহ
কারবালায় হজরত কাসিম (আ.)’এর বিবাহ
0 Vote
205 View
হজরত কাসিম (আ.)এর বিবাহ সম্পর্কে ইসলামী ইতিহাসে বিভিন্ন মতামত বর্ণনা করা হয়েছে। কারবালাতে তাঁর বয়স ১৫ বছরের চেয়েও কম ছিল। তারিখে তাবারীর লেখক বলেন: কারবালায় হজরত কাসিম (আ.)এর বয়স ছিল ১০ বছর এবং কারবালার প্রতি পুরাতন গ্রন্থ “মাকতালে আবু মাখনাফ”এ বর্ণিত হয়েছে যে, হজরত কাসিম (আ.)এর বয়স ছিল ১৪ বছর। (মুনতাখাবুল তাওয়ারিখ, পৃষ্ঠা ২৬৬) ১১০ খন্ড হাদিস সম্পর্কিত পুস্তক “বিহারুল আনওয়ার”এর লেখক আল্লামা মাজলিসির মতে কারবালায় হজরত কাসিম (আ.)’এর বিবাহের ঘটনাটি ঠিক নয়। উক্ত ঘটনাটি মাত্র দুইটি পুস্তকে উল্লেখ করা হয়েছে। এক- শেইখ ফাখরুদ্দিন তারিহি’এর গ্রন্থ মুনতাখাবুল মুরাসি। দ্বীতিয় মোল্লা হুসাইন কাশেফি’এর গ্রন্থ রওযাতুশ শোহাদা। শুধুমাত্র উক্ত পুস্তক সমূহে হজরত কাসিম (আ.)’এর বিবাহ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। (হাদায়েকুল উনস, খন্ড ২, পৃষ্ঠা ৪২) উক্ত পুস্তকদ্বয়ে উল্লেখ্য করা হয়েছে যে, যখন ইমাম হুসাইন (আ.) মদীনা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা হন তখন হাসান বিন হাসান তাঁর চাচা ইমাম হুসাইন (আ.)’এর কাছে তাঁর কন্যাদ্বয়ের মধ্যে এক জনকে বিবাহ করার প্রস্তাব দেন। তখন ইমাম হুসাইন (আ.) তাঁকে বলেন: “তুমি আমার কন্যাদ্বয়ের মধ্যে যাকে ইচ্ছা বিবাহ করতে পার”। তখন হাসান বিন হাসান লজ্জায় আর কিছুই বলতে পারেননি। তখন ইমাম হুসাইন (আ.) বলেন আমি তোমার জন্য আমার কন্যা ফাতেমাকে নির্বাচন করলাম যে দেখতে অবিকল আমার মা ফাতেমা (সা.)’এর মতো। এক্ষেত্রে যদি আমরা মনে করি যে, হজরত কাসিম (আ.)এর বিবাহ হচ্ছে সঠিক তাহলে আমাদের মনে করতে হবে যে ইমাম হুসাইন (আ.)এর দুটি কন্যা ছিল একটিকে হাসান বিন হাসান বিবাহ করেন এবং অপর কন্যা যার নাম ফাতেমা ছিল না তাকে হজরত কাসিম (আ.) বিবাহ করেন। অথবা এভাবেও বলা যায় যে, হজরত কাসিম (আ.) যাকে বিবাহ করেন তাঁর নাম ফাতেমা ছিল না। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে, যদি উক্ত ঘটনাটিকে আমরা সত্য বলে মনে না করি তাহলে আমাদের বলতে হবে যে, রেওয়ায়েত বর্ণনাকারীরা হাসান’এর স্থানে ভুল করে কাসিম’এর নাম বর্ণনা করেছে। উভয় অবস্থাতে ঐতিহাসিকগণ হজরত কাসিম (আ.)এর বিবাহের ঘটনাটিকে সত্য বলে মনে করেন না। মোহাদ্দেসে কুম্মী তার “মুনতাহিউল আমাল” এবং “নাফসুল মাহমুম” নামক গ্রন্থে হজরত কাসিম (আ.)’এর বিবাহের ঘটনাটিকে অস্বীকার করেছেন। (মুনতাহিউল আমাল, খন্ড ১, পৃষ্ঠা ৭০০) এমনকি উস্তাদ “মোর্তযা মোতাহারী” হজরত কাসিম (আ.)’এর বিবাহের ঘটনাটিকে অস্বীকার করেছেন এবং উক্ত ঘটনার স্বপক্ষে দলিল স্বরূপ বলেছেন যে, কোন বিশ্বস্ত সূত্রেই ঘটনাটিকে বর্ণনা করা হয়নি। তিনি আরো বলেন যে, স্বয়ং হাজি নূরী মনে করেন যে উক্ত ঘটনাটি শুধুমাত্র মোল্লা হুসাইন কাশেফি তার “রওযাতুশ শোহাদা” নামক গ্রন্থে উল্লেখ্য করেছেন। আর হজরত কাসিম (আ.)’এর বিবাহের ঘটনাটি হচ্ছে সম্পূর্ণরূপে বানোয়াট একটি ঘটনা। (হামাসায়ে হুসাইনী খন্ড ১, পৃষ্ঠা ২৮)