হজরত আলী আসগার (আ.) কোথায় দাফন আছেন?
হজরত আলী আসগার (আ.) কোথায় দাফন আছেন?
0 Vote
242 View
হজরত আলী আসগার (আ.)এর দাফন করা নিয়ে একাধিক মতামত বর্ণিত হয়েছে: প্রথম- আসেম কুফি, খাওয়ারাযমী, তাবাররাসী, সৈয়দ ইবনে তাউস, হজরত আলী আসগারের শাহাদত সম্পর্কে লিখেছেন যে, যখন ইমাম হুসাইন (আ.)’এর ভাই, সন্তান এবং সঙ্গী সাথী সকলেই শাহাদত বরণ করেন এবং পুরুষদের মধ্যে শুধুমাত্র তিনি এবং তার দুই সন্তান হজরত জয়নুল আবেদীন (আ.) এবং আব্দুল্লাহ বা আলী জিবীত ছিলেন তখন ইমাম হুসাইন (আ.) স্বীয় তাবুতে ফিরে আসেন এবং বলেন যে আমার ছোট সন্তানকে নিয়ে আস আমি তার সাথে শেষবারের মতো সাক্ষাত করতে চাই। তখন হজরত আলী আসগার (আ.)’কে ইমাম হুসাইন (আ.) এর কোলে দেয়া হয়। ইমাম হুসাইন (আ.) তাঁকে একাধিকবার চুম্বন করেন এবং বলেন: হে আমার সন্তান এরাই হচ্ছে তোমার পিতামহ’এর উম্মত যারা তোমাকে পিপাসিত অবস্থায় থাকতে বাধ্যে করেছে। যখন ইমাম হুসাইন (আ.) তাকে পানি পান করানোর জন্য কারবালার মরুপ্রান্তরে নিয়ে আসেন তখন এজিদ বাহিনীর সেনাপতি সেনা দলে দ্বন্দ শুরু হওয়ার ভয়ে হুরমুলাকে নির্দেশ দেয় যেন সে হজরত আলী আসগার (আ.)কে শহীদ করে। তখন হুরমুলা তিন মাথা বিশিষ্ট তীর বাহির করে এবং হজরত আলী আসগার (আ.)এর ছোট গলাকে নিশানা করে তীর ছুঁড়ে আর উক্ত তীরের আঘাতে তিনি ইমাম হুসাইন (আ.)’এর হাতে এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। (মাকতালুল হুসাইন, খন্ড ২, পৃষ্ঠা ৩৭, আল ফুতুহ, খন্ড ৫, পৃষ্ঠা ১১৫, আল এহতেজাজ, খন্ড ২, পৃষ্ঠা ১০১, মাকতালে সাইয়াদুশ শোহাদা, খন্ড ১, পৃষ্ঠা ৮৫৬) দ্বীতিয়- হজরত আলী আসগার (আ.)’এর দাফন সম্পর্কে বলা হয়েছে যে, ইমাম হুসাইন (আ.) তাকে শহীদদের সাথে দাফন করে দেন। তারিখে ইয়াকুব, খন্ড ২, পৃষ্ঠা ২৪৫, আল ইরশাদ, খন্ড ২, পৃষ্ঠা ১০৮, আলামুল ওয়ারা, পৃষ্ঠা ২৪৩, মাসিরুল আহযান, পৃষ্ঠা ৭০, মাকতালে সাইয়াদুশ শোহাদা, খন্ড ১, পৃষ্ঠা ৮৫৭ উল্লেখিত পুস্তক সমূহে হজরত আলী আসগার (আ.)’এর দাফন সম্পর্কে তেমন কিছুই উল্লেখ করা হয়নি আর এ থেকে স্পষ্ট হয় যে অন্যান্য শহীদদের ন্যায় হজরত আলী আসগার (আ.)’কেও ইমাম জয়নুল আবেদীন (আ.) দাফন করেন। তৃতীয়- অনেকে মনে করেন যে, হজরত আলী আকবর (আ.) কে ইমাম হুসাইন (আ.) এর পায়ের কাছে দাফন করা হয় আবার অনেকে মনে করেন হজরত আলী আসগার (আ.)কে ইমাম হুসাইন (আ.)এর পায়ের কাছে দাফন করা হয়। (বিহারুল আনওয়ার, খন্ড ৪৫, পৃষ্ঠা ১০) যদিও উক্ত বিষয়টির সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা বিভিন্ন বিশ্বস্ত রেওয়ায়েতের বর্ণনা অনুযায়ি হজরত আলী আসগার (আ.)কে ইমাম হুসাইন (আ.)এর বুকের উপরে দাফন করা হয়।