রজব মাসের ঐতিহাসিক ঘটনাবলি
রজব মাসের ঐতিহাসিক ঘটনাবলি
0 Vote
238 View
১লা রজব : ইমাম মুহাম্মদ বিন আলী আল বাকির (আ.)-এর জন্ম দিবস। ২রা রজব: ইমাম আলী বিন মুহাম্মদ আল হাদী (আ.)-এর জন্ম দিবস। ৩রা রজব : ইমাম আলী বিন মুহাম্মদ আল হাদী (আ.)-এর শাহাদত দিবস। ৪র্থ রজব : লাইলাতুল গারাইব বা কামনার রজনী এই রাতে ১২ রাকআত অতি ফজিলতপূর্ণ নামায আছে ৭ই রজব: আব্বাসিয় খলিফা মামুন ইমাম রেজা (আ.)-কে তার উত্তরসূরী হওয়া আবদেন করে পত্র পাঠিয়েছিল। ১০ম রজব : ইমাম মুহাম্মদ বিন আলী আল যাওয়াদ (আ.)-এবং হযরত আলী আসগারের জন্ম দিবস। ১২ই রজব : ক. আমিরুল মুমেনীন ইমাম আলী (আ.) কুফাকে ইসলামী হুকুমতের রাজধানী হিসেবে মননীত করে কুফাতে প্রবেশ করে। খ.আর এদিনেই মানব ইতিহাসের ঘৃণ্যব্যক্তি ইয়াজিদের পিতা মুয়াবিয়া মৃত্যুরবন করে। ১৩ ই রজব : পবিত্র ক্বাবার সন্তান এবং আল্লাহর রাসুলের (স.) পরবর্তি প্রতিনিধি হযরত ইমাম আলী ইবনে আবিতালিবের (আ.)জন্ম দিন। ১৫ই রজব : ক. ইতিহাসের নির্যাতিতা কারবালা আর্দশের পতাকাবাহী বীর নারী হযরত যায়নাবের ওফাত দিবস। খ. আজকের এই দিনে মুসলমানদের কেবলা পরির্বতন হয় । গ. এদিনেই দীর্ঘ তিন বছর শা’বে আবিতালিবে বন্দী ও নির্বাসিত জীবন অবসান ঘটে, মুসলমানরা মুক্ত হন। ১৬ই রজব: হযরত ফাতেমা বিনতে আসাদ ক্বাবা ঘরের মধ্য থেকে বের হয়ে আসনে। ১৭ই রজব : ইমাম রেজা (আ.) –কে বিষপানে বাধ্যকারী অভিশপ্ত আব্বাসিয় খলিফা মামুনের মৃত্যু দিবস । ১৮ই রজব: মহানবীর (স.) সন্তান ইব্রাহীমের ওফাত দিবস। ১৯শে রজব: অভিশপ্ত আব্বাসীয় খলিফা মু’তামিদের মৃত্যু দিবস। ২০শে রজব : খাইবারের যুদ্ধ থেকে প্রথম খলিফা আবুবকর পালায়ন করেন । ২৩শে রজব : ক. আজকের এদিনে জারাহ বিন সানান আসাদী মাদায়েনে ইমাম হাসান (আ.) উপর বিষক্ত খঞ্জর দিয়ে আক্রোমন করে। খ. ইমাম মুসা বিন জাফর (আ.)-কে বিষপ্রয়োগ আক্রান্ত করা হয়। গ. দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব খাইবারের যুদ্ধ থেক পালিয়ে যান। ২৪শে রজব : ক. শেরে খোদা আমিরুল মোমনেীন আলী (আ.)-এর হাতে খাইবারের দূর্গ মুসলমানরা জয় করেন। খ. খাইবার বিজয়ের দিনে ইমাম আলী (আ.)এর ভাই জাফর-এ তাইয়ার হাবাশিয়া (ইথোপিয়া) প্রত্যাবর্তন করেন । ২৫শে রজব: হযরত মুসা বিন জাফর আল কাজিম (আ.)-এর শাহাদত দিবস। ২৬শে রজব: আমিরুল মুমেনিন (আ.)-এর মহান পিতা আবি তালিবের ওফাত দিবস। ২৭শে রজব : মহানবী (স.)-এর নবুয়াত প্রাপ্তি দিবস। ২৮শে রজব : ঐতিহাসিক কারবালা ঘটনার প্রথম যাত্রা ইমাম হুসাইন (আ.) মদীনা ত্যাগ করে মক্কার উদ্দ্যেশে রওনা দেন।