সূরা রা'দের ৮ নং আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সূরা রা'দের ৮ নং আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
0 Vote
124 View
এই সূরার ৮ নং আয়াতে বলা হয়েছে, "নারীর গর্ভে যা আছে এবং জরায়ুতে যা কিছু পরিবর্তন ঘটে আল্লাহ তা জানেন এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটি পরিমাণ রয়েছে।" এই আয়াতে সৃষ্টিকর্তা মহান আল্লাহর সীমাহীন জ্ঞান ও প্রজ্ঞার সামান্য ধারণা দেওয়া হয়েছে। তিনি জগতের প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু সম্পর্কেই অবহিত। মা'য়ের পেটে ভ্রুণের ক্রমবিকাশ সম্পর্কে মায়ের কোন ধারণা নেই, কিন্তু মহান আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত। তিনিই মায়ের গর্ভে থাকা অবস্থায় এবং ভুমিষ্ঠ হওয়ার পর নবজাতকের যাবতীয় প্রয়োজনের সুব্যবস্থা করেন। আল্লাহর অশেষ জ্ঞান ও প্রজ্ঞার বর্ণনার পাশাপাশি এই আয়াতে এটাও ইঙ্গিত করা হয়েছে যে, মহান আল্লাহ প্রকৃতিতে একটি সুশৃংখল নিয়ম বেঁধে দিয়েছেন। সব কিছুই আল্লাহর বেধে দেওয়া নিয়ম অনুযায়ী চলছে, আবর্তিত হচ্ছে। গর্ভধারণ থেকে নিয়ে সন্তান ভুমিষ্ঠ হওয়া পর্যন্ত সব কিছু আল্লাহর ইচ্ছায় সংঘটিত হলেও তা হয় প্রকৃতিতে বেঁধে দেওয়া নিয়ম অনুসারে। কোন কিছুই তার নিয়মের ব্যত্যয় ঘটাতে পারে না। মহান আল্লাহ যে শুধুমাত্র বিশ্ব জগতের মৌলিক বিষয়েই জ্ঞান রাখেন আর সুক্ষ বা ছোট খাটো বিষয় তাঁর জ্ঞানের বাইরে থেকে যায় এমনটি নয়। বরং জগতের ছোট বড় সকল বিষয়ের উপর আল্লাহর জ্ঞান ও নিয়ন্ত্রণ পরিব্যপ্ত। এমন কিছু নেই যা তার জানার বাইরে বা তার নিয়ন্ত্রণ বহির্ভুত। মাতৃগর্ভে ভ্রুণের গঠন ও এর ক্রমবিকাশ, অবশেষে পূর্ণাঙ্গ মানবরূপে এ ধরায় তার আগমন সব কিছুই মহান পরওয়ারদিগারের বেঁধে দেওয়া প্রকৃতির নিয়ম অনুযায়ী সংঘটিত হয়ে থাকে। এরপর মায়ের বুকে নবজাতকের জন্য উপযুক্ত খাদ্যের ব্যবস্থা তিনিই করে দেন। এ সবই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর অসিম জ্ঞান ও প্রজ্ঞারই প্রমাণ।