হযরত আলী ইবন আবী তালিব
হযরত আলী ইবন আবী তালিব
0 Vote
76 View
হযরত আলী ইবন আবী তালিব (হযরত আলী) (৬৫৬ – ৬৬১) শীয়া মতে প্রথম ইমাম ও খলিফা। সুন্নি মতে চতুর্থ ও শেষ খলিফা। তিনি ছিলেন হযরত আবু তালিবের পুত্র। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। হয়রত আলী কোরায়েশ বংশের বানি হাশিম গোত্রে ১৩ই রজব মাসে জন্মগ্রহণ করেন। শিশু বয়স থেকেই তিনি হযরত মুহাম্মদের সঙ্গে লালিত-পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি সর্ব প্রথম যিনি হযরত মুহাম্মদের সাথে নামাজ আদায় করতেন এবং সর্ব প্রথম যিনি নবুয়তের ডাকে সাড়া দেন ও প্রথম মুসলমান। তিনি ছিলেন একজন অকুতভয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্তের জন্য আল্লাহর নিকট থেকে হযরত মুহাম্মদ (সাঃ) তাঁকে ওহদ যুদ্ধে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দুর্গ জয় করলে মহানবী তাঁকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধি দেন। সেই যুগে তিনি ছিলেন একজন সর্বত্ত ও মহাঞ্জেনী ও কোরান বেখ্যাকারি।